Print Date & Time : 9 May 2025 Friday 3:52 am

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মানব সেবী জীন হেনরী ডুনান্ট এর ১৯৭ তম জন্মদিন ৮ই মে ”বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস”-২০২৫ উপলক্ষ্যে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

ইউনিটের আজীবন সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্য/সদস্যাবৃন্দ,স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পার্থ প্রতীম শীল ও কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উপ সহকারী পরিচালক জনাব সাঈদ মোঃ শামীম রহমান।
পতাকা উত্তোলনের পর সকলের সমন্ময়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
উক্ত র‌্যালিতে ব্যানার, ফেষ্টুন, জীন হেনরী ডুনান্টে ছবি, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মুলনীতি ও বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। র‌্যালিটি ইউনিট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা পরিভ্রমন করে ইউনিট অফিসে এসে শেষ হয়।

এরপর ”বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট এর উপ সহকারী পরিচালক জনাব সাঈদ মোঃ শামীম রহমান ।

তিনি তাঁর বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন ও মানব সেবী জীন হেনরী ডুনান্টের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে মানবসেবী হওয়ার আহবান জানান। এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক যুব প্রধান মো: আবেদীন ইসলাম ও মেহেদী হাসান জয়,সিনিয়র আরসিওয়াই মোঃ মোস্তাফিজুর রহমান এবং যুব প্রধান কে,এম রাইয়ানুর রহমান। আলোচনা শেষে চিত্রাংন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।