বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, কুষ্টিয়া শাখার কার্যনিবার্হী পর্ষদের সভা গতকাল বিসিডিএস ভবনে কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া শাখা সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান সাজু, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ আশরাফুল আলম, কাজী রেজাউল আলম, মোঃ নজরুল করিম ও মোঃ এহতেশামুল হক। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপ-শাখার আহবায়ক মোঃ কামরুজ্জামান রতন, খোকসা উপ-শাখার সাধারণ সম্পাদক মানিক মোঃ সাইফুল আলম প্রমুখ। উক্ত সভায় ব্যবসায়ীক সুবিধা-অসুবিধা ও সরকার নির্ধারিত মূল্য নিয়ে আলোচনা করা হয়।