Print Date & Time : 14 May 2025 Wednesday 12:50 am

বিসিডিএস কুষ্টিয়া শাখায় কার্যনির্বাহী পর্ষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, কুষ্টিয়া শাখার কার্যনিবার্হী পর্ষদের সভা গতকাল বিসিডিএস ভবনে কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া শাখা সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, নির্বাহী সদস্যবৃন্দ, মোঃ হাবিবুর রহমান সাজু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ওবাইদুর রহমান, মোঃ আশরাফুল আলম, কাজী রেজাউল আলম, মোঃ নজরুল করিম ও মোঃ এহতেশামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপ-শাখার আহবায়ক মোঃ কামরুজ্জামান রতন, খোকসা উপ-শাখার সাধারণ সম্পাদক মানিক মোঃ সাইফুল আলম, মিরপুর উপ-শাখার সাধারণ সম্পাদক আলমগীর মন্ডল প্রমুখ।

উক্ত সভায় স্যালাইনের তীব্র সংকটে উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আহবান জানানো হয়। এছাড়া ড্রাগ লাইসেন্স নবায়নের সময় বিসিডিএস সদস্যপদ বাধ্যতামূলক করায় বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ সেপ্টেম্বর ২০২৩