Print Date & Time : 21 August 2025 Thursday 2:08 pm

বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মনপুরার সাখাওয়াত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা( ভোল) সংবাদদাতা:
ভোলার মনপুরার কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের সভায় তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করেন। তাদের মধ্যে মনপুরার কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন। অপর দুইজন হলেন সৈয়দ আবিদ হোসেন সামী ও ব্যারিষ্টার শাইখ মাহাদী। এদের মধ্য থেকে পর্যটন খাত বিশেষজ্ঞ মোঃ সাখাওয়াত হোসেনেক ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোণীত করেছেন। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পুরষ্কার পেয়েছেন।
ভোলা জেলা ক্রীড়া সংস্থার ( অ্যাডহক কমিটি) ক্রীড়া সংগঠক মোঃ সাখাওয়াত হোসেন ক্রিকেট ট্যুরিজম নিয়ে কাজ করেছেন।

শাখাওয়াত হোসেনের জন্ম ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়। তিনি উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক মোঃ শাহজাহান মাষ্টারের জেষ্ঠ্য পুত্র। শৈশবে তিনি তার গ্রামের বাড়ীতেই বেড়ে ওঠেন। স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শেষ করে তিনি উপজেলার হাজিরহাট মেডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭ তম ব্যাচে এসএসসি পাশ করেন। পরবর্তিতে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় যান। তিনি জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করে চাকরি জীবনে প্রবেশ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএচডি করেছেন এবং একই বিভাগে অ্যাডজ্যাষ্কট ফ্যাকালিটি হিসেবে পাঠদান করেছেন।
বর্তমানে তিনি শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ওয়াল্ড ট্যুরিজম নেটওয়ার্ক ( ঢাকা চ্যাপ্টার) এর পরিচালক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ভোলা জেলার ক্রীড়া প্রেমীদের পক্ষ থেকে তথা মনপুরার কৃতি সন্তান হিসেবে মনপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।