বিদেশী বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধসহ চার দফা দাবিতে কুষ্টিয়ায় বিড়ি শ্রমিক ফেডারেশনের মতবিনিময় অনুষ্ঠিত ।
বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া বিড়ি শ্রমিক সংগ্রাম পরষিদরে আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর আগ্রাসন বন্ধ করা এবং বিদেশী বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধ করার দাবি জানান শ্রমিকরা।
বিগত ১৫ বছরে বিড়ি শিল্পের উপর বৈষম্যনীতির কারনে এই শিল্পের সংশ্লিষ্ঠ কারখানাগুলো প্রতিনিয়ত বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন বাড়ছে বেকারত্বের হার অন্যদিকে কারখানা বন্ধ হওয়ার কারনে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় এই শিল্পের সংশ্লিষ্ঠরা ।
বর্তমানে দেশে ১০৬টি বিড়ি কারখানার উপর জীবিকা নির্বাহ করছে ২৫ লাখের অধিক বিড়ি শ্রমিক। বিড়ি শ্রমিকের বেশিরভাগ সমাজের অসহায়-অবহেলিত , শারীরিক প্রতিবন্ধি ও মহিলা হওয়ায় অন্য পেশায় তাদের সুযোগও অনেক কম ।ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর আগ্রাসনেরপাশাপাশি কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের কারনে অনলাইনে বিড়ি তৈরীর অনুমতি পাওয়ায় অনুমদিত বিড়ি কারখানাগুলো পড়েছে বিপাকে।বিড়ি শিল্পকে রক্ষায় আগামী বাজেটে বিড়ির শুল্ক ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা এবং বিড়ি শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরী বৃদ্ধিরদাবি জানান বক্তারা।
দেশের অর্থনীতিতে বিড়ি কারখানার মালিকদের অবদান অপরিসীম। এই শিল্পের মালিকরা এ দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানী এই শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে জানান আগত অতিথিরা। দেশীয় শ্রমঘন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে বিদেশী বহুজাতিক কোম্পানীর নিম্নস্তরের সিগারেট বন্ধ করা এবং বিড়ি শিল্প ও শ্রমিকদের নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসনের স ালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ সভাপতি নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন (বিএসসি ) সহ বিড়ি শ্রমিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ মে ২০২৩