Print Date & Time : 13 May 2025 Tuesday 11:28 am

বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম):

হাটহাজারীতে সম্পত্তি দখল করতে আহমেদ হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে ।
এ ঘটনায় পুলিশ নাহিদা সুলতানা (৩৫) নামের এক গৃহবধুকে আটক করলেও ঘটনার সঙ্গে জড়িত স্বামী লোকমান হাকিম (৫০) ও পুত্র ইমতিয়াজ হাকিম (২৫) পালিয়ে গেছে ।

মঙ্গলবার(২১ শে ফেব্রুয়ারী)সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন কে একই বাড়ির লোকমান হাকিম গং গাছের সাথে বেঁধে তার জায়গা দখল করে সে জায়গায় পাকা দেয়াল নির্মাণ করে ফেলে।
এমন ন্যাক্কারজনক ঘটনার পরও সহজসরল ওই মুক্তিযোদ্ধা স্থানীয় বিচারের আশায় ঘটনাটি গোপন রাখেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি নির্মাণ করা দেয়ালটি ভেঙে গুড়িয়ে দেন।

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ জানান এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত গৃহবধু নাহিদা সুলতানাকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “ঘটনাটি খুবই দুঃখজনক। এ নিয়ে আমরা মর্মাহত। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর ঘটনার মূল ইন্দনদাতা নাহিদা সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে বাকী দুইজনকেও আটক করে আইনের আওতায় আনা হবে।”

দৈনিক দেশতথ্য//এসএইচ//