মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন’কে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার নয়দিন পর জড়িত পলাতক আসামি সাইফুদ্দিন প্রকাশ বি,এম সাইফুল (২৫) কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে মডেল থানা পুলিশ।
সোমবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক পলাতক আসামি সাইফুল ফরহাদাবাদের ৭ নং ওয়ার্ডের কৌম্মার বাড়ির শামসুল আলম প্রকাশ দলা শামসুর পুত্র।
জানা গেছে, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন কে গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার একই বাড়ির লোকমান হাকিম গাছের সাথে বেঁধে তার জায়গা দখল করে সে জায়গায় পাকা দেয়াল নির্মাণ করে ফেলে। এমন ন্যাক্কারজনক ঘটনার পরও সহজসরল ওই মুক্তিযোদ্ধা স্থানীয় বিচারের আশায় ঘটনাটি গোপন রাখেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে ঘটনাটি ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার জানাজানি হলে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি জায়গা দখল করে নির্মাণ করা দেয়ালটি ভেঙে জায়গাটি পুনরুদ্ধার করেন।
এ ঘটনায় মামলা দায়ের করার পর ওইদিন ঘটনার সাথে জড়িত থাকার অপরাধর নাহিদা সুলতানা নামের এক গৃহবধূকে আটক করে পরদিন কারাগারে পাঠালেও ঘটনার সঙ্গে জড়িত ওই গৃহবধূর স্বামী লোকমান হাকিম ও পুত্র ইমতিয়াজ হাকিমসহ বাকীরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। ঘটনার প্রায় নয় দিন পর গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের বিশেষ একটি টিম এসআই ইমাম হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে আসামি সাইফুল কে আটন করে আদালতে পাঠিয়ে দেয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post