বীরমুক্তিযোদ্ধা কৃষক ইব্রাহিম হোসেন (৬৯) কে শনিবার রাত ৮ টায় জেলার হাতীবান্ধা উপজেলার ফিলিং স্টেশন মোড়ে ঢাকা নামের খাবার হোটেলের মালিক বাচ্চু মিয়া (৫০) গংরা বেধড়ক মারধর করেছেন। এ ঘটনায় আজ রবিবার সকালে হাতীবান্ধা থানায় বাচ্চু গং সহ ৮ জন কে আসামী করে মামলা দায়ের করেছে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন।
মামলার বিবরণে জানা যায়, গতকাল শনিবার রাত ৮ টায় জেলার হাতীবান্ধা উপজেলার ফিলিং ষ্টেশন মোড়ে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন(৬৯) তার জমিতে উৎপাদিত ৬টি পেঁপে ঢাকা হোটেলের মালিক দুই শত টাকা দিয়ে ক্রয় করে। সেই পাওনা টাকা চাওয়ায় তাকে মারধর করা হয়। তাকে ঢাকা হোটেলের মালিক বাচ্চু মিয়া (৫০) তার ছেলে নজরুল ইসলাম(২৬), জহুরুল হক(২৪) সহ কয়েক জন মিলে এলোপাতাড়ি মারধর করে।
মুক্তিযোদ্ধার পরিচয় পেয়ে তারা আরো বেশী উত্তেজিত হয়ে উঠে ও প্রহার করেতে থাকে। তুই মুক্তিযোদ্ধা তোকে কে বাঁচায় দেখি। মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন জানান, তারা আমার প্রতিবেশী মুক্তিযোদ্ধা হিসেবে গ্রামের সকলে আমার চিনে জানে ও সম্মান করে। তারপরেও এরা কেন এমন আচরণ করলেন বুঝতে পারলাম না।
আমার জমির ফসল বিক্রির টাকা পাওয়া কি অপরাধ। বাজারে সে সময় অনেকে উপস্থিত ছিলেন। তাদের জিজ্ঞাসা করেন। কি অপরাধ করলাম। আক্ষেপ কওে বলেন, অপরাধ ৭১ সালে করেছি দেশটাকে স্বাধীন করে। তাই এতো বঞ্চনা গঞ্জনা সইতে হচ্ছে। মুক্তিযাদ্ধা বাদি হয়ে রবিবার সকালে ৮ জনকে আসামী করে হাতীবান্ধা মামলা দায়ের করেছে। হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।
জা// দৈনিক দেশতথ্য// ২৩ অক্টোবর ২০২২//

Discussion about this post