সুদীপ্ত শাহীন, লালমনিরহাট : জেলার আদিতমারীর কমলাবাড়ি গ্রামে বীরমুক্তিযোদ্ধা ফজল (৭০) কে আব্দুর রাজ্জাক (৪০) নামের কথিত এক সাংবাদিক বাইসাইকেলসহ রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনায় উত্তেজিত গ্রামবাসি কথিত ওই সাংবাদিককে জুতা পেটা করে বলে জানা যায়।
মুক্তিযোদ্ধা ফজল জানান, মঙ্গলবার দুপুরে সাইকেলে চেপে বাজারে যাওয়ার পথে পথিমধ্যে ওই সাংবাদিক কে রাস্তার ধারে মাছ কিনতে দেখি। কাঁচা গ্রামীণ রাস্তাটি সরু থাকায় বাইসাইকেলের চাকা তার গায়ে একটু লেগেছিল। এজন্য তাৎক্ষণিক দূঃখপ্রকাশ করেছি। তারপরও সে সাইকেলর সামনের চাকা হাত দিয়ে তুলে সাইকেল সহ আমাকে গর্তে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
উপস্থিত লোকজন আমাকে তুলে বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। সারা শরীরে ও বুকে আঘাত পেয়েছি। চিকিৎসক আমায় ব্যাথার ওষুধ দিয়েছে।
এঘটনায় উপস্থিত লোকজন ওই কথিত সাংবাদিক আব্দুর রাজ্জাক কে ক্ষমা চাইতে বলে কিন্তু সে ক্ষমা না চেয়ে উদ্ধতআচরণ করে। তাই লোকজন ধরে জুতা পেটা করে বলে শুনেছি। এব্যাপারে কথিত সাংবাদিক আব্দুর রাজ্জাককে ফোন দিলে সে জানায়, মুক্তিযোদ্ধাকে সকলে দাদা হিসেবে সম্মান করে।
আমিও করি কিন্তু আমার গায়ের ওপর সাইকেল চালিয়ে দিয়ে ইয়ার্কি করে সাইকেলটি একটু ধাক্কা দিলে তিনি পড়ে যায়। একটু পরে তার লোকজন এসে আমায় চড়থাপ্পর জুতা স্যান্ডেল দিয়ে পেঠায়। আমি থানায় মুক্তিযোদ্ধার স্বজনদের বিরুদ্ধে অভিযোগ করব।
এ ব্যাপারে কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধার সন্তান মাহমুদ ওমর চিশতী জানান, ঘটনাটি চোকিদারের মুখে শুনেছি। মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের প্রতিটি নাগরিক সম্মান করা খুব প্রযোজন। মুক্তিযোদ্ধার সাথে এমন উদ্ধতাচরণ খুব অন্যায় । এটা মারাত্নক অপরাধ। বীরমুক্তিযোদ্ধা ফজল মোবাইল ফোনে জানান, চিকিৎসকের কাছে এসেছি। থানায় অভিযোগ করব। কথিত সাংবাদিক রাজ্জাক বিভিন্ন আঞ্চলিক পত্রিকা, দৈনিক খোলা কাগজ ও অনলাইনে কাজ করে বলে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এল//