Print Date & Time : 10 May 2025 Saturday 9:52 am

বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড এবং সনদ বিতরণ

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মার্ট কার্ড বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
এসময় জীবিত ১৩৮ জন মুক্তিযোদ্ধাকে সনদ ও স্মার্ট কার্ড এবং মৃত ৮৭ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিকট শুধুমাত্র সনদ প্রদান করা হয়। এ স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধারা নির্ধারিত সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগন।

দৈনিক দেশতথ্য//এল//