শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় সড়ক দূর্ঘটনায় নিহত খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের
ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিয়ার রহমান মোড়লের (৭০) দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (০৫ মার্চ) সকাল ৯টায় গুটুদিয়া ফুটবল মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, মহানগর কমান্ডার আলমগীর কবির, উপজেলা কমান্ডার নূরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলার সভাপতি সরদার
রাকিবুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামাল জামাল, খুলনা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার খান আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ
রুহুল্লা আল মামুন, পল্লী বিদুৎ এর ডিজিএম আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ, ইসলামী সমাজ কল্যান পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল গত শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post