মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম):হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মরহুমের গ্রামের বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চৌধুরীর উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের কোশাল চৌধুরী বাড়ির মৃত আবদুল হাকিম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসন্তানসহ নাতি-নাতনী, আত্মীয়স্বজন রেখে যান। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার গ্রামের বাড়ীতে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজের আগে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড-অব-অনার দেওয়া হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চৌধুরী ৭৫ বছর বয়সে ০৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post