প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর):বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছানোয়ার হোসেন মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। তাঁর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামে।
তিনি চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্ধ গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post