সুদীপ্ত শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ ওয়াজেদ আলী হত্যার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টায় পাটগ্রাম সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি পাটগ্রাম শহরের আবদুস সামাদ প্রধানের ছেলে নাহিদুজ্জামান বাবু।
জানা গেছে, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম শহরে নিজবাড়ির সামনে অধ্যক্ষ এম এ ওয়াজেদ আলীকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে রিফাত হোসেন বাদী হয়ে নাহিদুজ্জামান প্রধান বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, রোববার রাতে প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়।
এই হত্যা মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে আজ সোমবার পাটগ্রামে সকাল – সন্ধ্যা কর্মসূচি দিয়েছিল বীরমুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা। প্রধান আসামী গ্রেফতারের খবরে হরতাল শিথিল হয়ে যায়। দুপুওে পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
এদিকে ঘাতককে গ্রেফতারের দাবিতে গতকাল রবিবার দুপুরে জেলা শহরের মিশনমোড়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ সমাবেশ করে। সেই সাথে সোমবার তারা পাটগ্রামে তারা সকাল- সন্ধ্যা হরতাল আহবান করে। প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় এই হরতাল কর্ম সূচি ছিল কিন্তু দুপুরের পর পুলিশ প্রকাশ করে প্রধান আসামী গ্রেফতার হয়েছে। ফলে হরতাল শিথিল হয়ে যায়।
উল্লেখ্য, শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম. ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post