হাজারো নেতাকর্মী নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি’র কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার হাইলধরে বাবুর কবর জেয়ারত করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তৈয়ব, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান ও জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহসদ রাজা, উপজেলা আওয়ামী লীগের শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক শেখ সেলিম, সদস্য মিজবাহ উদ্দিন, আহমদ শাহীন, জামাল আহমদ, শহীদুল্লাহ মিয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিছ, চান মিয়া, ছাবের আহমদ, মির্জা জাহাঙ্গীর আলম, নুরু সওদাগর, হাসমত আলী, বাবুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, সহ সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, জাহাঙ্গীর পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ওয়াজ উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মাহমুদুল হক সুমন, সাইফুল ইসলাম সাগর, ইমরান পাটোয়ারী, শাহরিয়ার মাসুদ, সেকান্দর মির্জা, আজগর পাপন, রোকন উদ্দিন, বাদশা মিয়া, আবুল হোসেন, জাফর আহমদ প্রমুখ।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণিকে সাংগঠনিক সম্পাদক করে সম্প্রতি দলের সভাপতির নির্দেশক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post