Print Date & Time : 23 April 2025 Wednesday 9:12 am

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের (৭২) ইন্তেকাল করেছেন। সে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত খেদ আলী শেখ’র ছেলে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় ফুটবল মাঠে গার্ড অব অনার শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সুলতানপুর কবরস্থানে দাফন করা হয়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে রাষ্ট্রের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সে মিরপুর প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজের চাচা। তার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৬,২০২৪//