কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এস এম হুমায়ুন কবির মুজিব আদর্শের একজন প্রকৃত সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
স্মরণসভা শেষে এস এম হুমায়ুন কবিরের রুহের মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post