সুদীপ্ত শাহীন, লালমনিরহাট ।।লালমনিরহাট বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়কটি ছয় লেন করার কাজ আগামী সংসদ নিব্যাচনের আগে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে সাড়ে ১২ হাজার কোটি টাকা।
এডিবির অর্থায়নে ট্রেন্ডার প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে। কালীগঞ্জ উপজেলাবাসি সিক্সলেন মহাসড়কে আপাতত যুক্ত হচ্ছে না। সড়ক জনপদের নির্বাহী মাহাবুবু আলম নিশ্চিত করেন।
জেলা সড়ক জনপদ সূত্রে জানা গেছে, লালমনিাহট বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়ক ছয়লেনে উন্নয়নের কাজ ৩ বছর আগে নেযা হয়। তিন বছর পূর্বে ফিজবিলিটি যাচাই করে প্রাক্কলিত ব্যয় ধরা হয় সাড়ে ১২ হাজার কোটি টাকা। এই আন্তর্জাতিক মহাসড়কটি পৃথক দু’টি ভাগে নির্মাণ হবে। প্রথম ভাগ রংপুরের মডার্ন মোড় হতে, মেডিকেল কলেজ মোড়, তারপর রংপুরের পাগলাপীর যাবে। সেখান হতে নীলফামারীর জলঢাকা হয়ে তিস্তা ব্যারেজের ১০ কিমি উজানে সেতু নির্মাণ হয়ে হাতীবান্ধা উপজেলার বড়খাতা হয়ে দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর বুড়িমারী স্থলবন্দরে সিক্সলেন রাস্তাটি সংযোগ দিবে। রংপুর হতে বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়কটির দৈর্ঘ্য হবে ১০২ কিঃমিঃ। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা মোড়ে এসে সংযোগ পাবে সিক্সলেন রাস্তাটি। মহাসড়কের ১০ মিটারের দুই পাশে কোন দোকান পাঠ ও হাটবাজার থাকবে না। দ্বিতীয় ভাগটি হবে রংপুরের মডার্ন মোড় হয়ে কুড়িগ্রাম পর্যন্ত। লালমনিরহাট জেলা সদরের তিস্তার মোস্তফিরহাট মোড় হয়ে দ্বিতীয় ভাগটি সংযোগ স্থাপন করবে। এই মোস্তফিরহাট মোড় হয়ে মহেন্দ্রনগর মোড় হয়ে, শহরের ভিতর দিয়ে সাপ্টিবাড়ি পর্যন্ত আন্তর্জাতিক মহাড়কটির সিক্স লেন সংযোগ হবে। এই দ্বিতীয় ভাগের দূবুত্ব হবে প্রায় ৬০ কিঃমিঃ। তবে পরবর্তীতে কুড়িগ্রামের সোনাহাট শুল্ক বন্দরের সাথে সংযোগ দেয়া হবে।
লালমনিরহাট জেলার আদিতমারীর সাপ্টিবাড়ি ছয়লেন রাস্তার সংযোগ থাকবে। তেবে কালীগঞ্জ উপজেলা আন্তর্জাতিক মহাসড়কের সংযোগের আওতায় এই মূহুর্তে থাকছে না। কালিগঞ্জ সিক্সলেন মহাসড়কের আওতায় না আসায় প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহম্মেদ এমপির পিতা করিম উদ্দিন আহম্মেদ এমপির কবর, মন্ত্রী পারিবারিক কবরস্থান, কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ মাহসড়কের পাশে পড়েছে। কবরস্থান সরিয়ে ছয়লেন রাস্তা করায় এই প্রভাবশালী পরিবারটি রাজি নয়। বিশেষ করে মন্ত্রী রাজি নয়। এই বিষয়ে মন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেনি।
লালমনিরহাট জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম জানান, ছয়লেন মহাসড়কের কাজ খুব দ্রুত শুরু হবে। ছয়লেন রাস্তাটির নির্মাণা কাজের টেন্ডার হয়েছে। আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি পর্যন্ত ছয়লেন রাস্তাটি হবে। আপাতত কালীগঞ্জ ছয়লেন রাস্তার সংযোগ পাচ্ছে না। তবে চেষ্টা চলছে সাপ্টিবাড়ি পর্যন্ত রাস্তাটি বাড়িয়ে অন্তত কাকিনা পর্যন্ত নেয়ার।
আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post