পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধি : আমার বাংলাদেশ (এবি) পার্টি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী ফ্যাসিবাদ শক্তি আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট বুড়িমারী স্থল বন্দর সহ সারা দেশের বিভিন্ন স্থল বন্দরে পুনরায় সোচ্চার হওয়ার বিরুদ্ধে বন্দরের শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে বুড়িমারী স্থল বন্দরের সম্মুখ সড়কে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও, অবস্থান কর্মসূচি পালন করা হয় ।
বৃহস্পতিবার, ২২ মে সকাল ১১টায় আমার বাংলাদেশ (এবি) পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান আশয়ারী রছির নেতৃত্বে বুড়িমারী স্থল বন্দর সড়কে বিক্ষোভ মিছিল,ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এবি পাটির পাটগ্রাম ইউনিয়ন আহবায়ক মতিয়ার রহমান মাষ্টার, পাটগ্রাম উপজেলা আহ্বায়ক আবু হাসান মো,জোবায়ের তোহা,পৌর আহবায়ক মাসুদ ইবনে আলম,পৌর সদস্য সচিব জাহাঙ্গীর আলম,উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আল আমীন প্রমুখ।
এসময় একটি স্মারকলিপি চেয়ারম্যান বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের বরাবর,সহকারী পরিচালক, বুড়িমারী স্থল বন্দর মাধ্যমে প্রদান করা হয়। পরে দুপুরে এবি পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান আশয়ারী রছি এবি
পাটির বুড়িমারী অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এসময় তিনি তার লিখত বক্তব্য তুলে ধরেন। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিতর্কিত সাবেক উপজেলা চেয়ারম্যান, সন্ত্রাসী, গডফাদার চোরাচালান সিন্ডিকেটের প্রধান,বহু মামলার পলাতক আসামী মেসার্স আবতাহী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকার রুহুল আমিন বাবুল, স্থলবন্দর বাংলা বান্ধার লেবার হ্যান্ডেলিং পরিচালনার পাশাপাশি সোনার হাট স্থল বন্দরের লেবার হ্যান্ডেলিং এর দরপত্রে অংশগ্রহণ করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে তালিকায় রয়েছে।
এ ছাড়াও তার আরেকটি অংশীদারি প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশন লিমিটেড এর মাধ্যমে স্থলবন্দরে দীর্ঘদিন যাবত এখনো লেবার হ্যান্ডেলিং পরিচালনা করে আসছেন। তারা অভিযোগ করে বলেন রুহুল আমিন বাবুল দীর্ঘ এক যুগ ধরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে মোটা অংকের লেনদেনের বিনিময়ে এসব অপকর্ম করছেন। তার একক নিয়ন্ত্রনে বুড়িমারীতে লেবার হ্যান্ডেলিং এর কাজ নেয়ার পাশাপাশি সাধারণ শ্রমিকদের নায্য পাওনা না দেয়ায় শ্রমিকদের মধ্যে পাঁচটি মিথ্যা হয়রানী মুলক মামলাও হয় এখনো তিনটি মামলা চলমান রয়েছে। তার মাধ্যমে বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা পূর্বের টেন্ডার গুলোতে ওটিএম মেথডের মাধ্যমে নির্ধারিত দরের আগেই এই সিন্ডিকেট কে টেন্ডারের কার্যাদেশ প্রদান করত। যাতে করে অন্য কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না পায়।
বিষয়টি জানাজানি হলে কতিপয় কর্মকর্তাকে বদলি ও করা হয়। অনেকেই আবার কাজ পাইয়ে দেয়ার কথা বলে পুরাতন জায়গায় স্বপদে বদলি হয়ে আসে। বুড়িমারী বন্দরে শ্রমিকদের আইডি কার্ড না থাকলে শ্রমিকদের ছাটাই ও কাজ থেকে বের করার হুমকি প্রদান করেন তার পছন্দের লোকজন আওয়ামী দোসর। আমারা শংকিত আওয়ামী ফ্যাসিবাদ মাফিয়া গডফাদার রুহুল আমি বাবুল পলাতক আসামী হওয়ার পরও তার বিভিন্ন দোসরদের মাধ্যমে স্থল বন্দরে তার ব্যবসা পরিচালনা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করার পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, রুহুল আমিন বাবুলের আবতাহী ট্রেড ইন্টান্যাশনাল ও এই সিন্ডিকেটের সহোযোগি লাইসেন্স বাতিল ও তাকে গ্রেফতার ও ব্যবসা বন্ধের দাবী জানান।

Discussion about this post