কুষ্টিয়ায় শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্র (বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়) ‘এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার’ স্কুলে মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়ছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত অটিজম শিশুদের জন্য বিশেষভাবে পরিচালিত এই স্কুলে অটিষ্টিক ৩৫ জন শিশুকে চিকিৎসা ও বিনামুল্যে ওষধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ গাজী গোলাম মোস্তফা।
এসময় তিনি বলেন, অটিস্টিক শিশুদের নিয়ে বাবা-মায়েরা কত অসহায়। প্রতিটি ক্ষেত্রে এই শিশুটির জন্য তাঁদের হাত-পা বাঁধা। এই শিশুদের কাছে পৌঁছাতে হবে। তবে তা বিচ্ছিন্নভাবে নয়, সঠিক পরিকল্পনা ও সঠিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে এই শিশুদের জন্য কাজ করতে হবে। তিনি মনে করেন, সমাজের সবাই এগিয়ে এলে এসব শিশুরাও সাধারণ শিশুদের মতো জীবনযাপন করতে পারবে। আমাদের সবারই উচিত এসব শিশুদের বন্ধু হয়ে তাদের পাশে থাকা তাদের মানসিক ও শারীরিক সাপোর্ট দেওয়া”। তাই আমরা চিকিৎসকের মাধ্যমে তাদের স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করতেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন।
শহর সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বেগম, সহকারী শিক্ষক সাইফ আল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা: বদিউজ্জামান ও ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা: মোছা: জাকিয়া আক্তার।
“এই স্কুলের প্রধান উদ্দেশ্য বিশেষ শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া উল্লেখ করে এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বেগম জানান, নিজের ছেলের অটিজম চিহ্নিত হওয়ার পর তাকে স্কুলে ভর্তি করতে গিয়ে পড়েছিলেন নানা ঝামেলায়। সেখান থেকে নিজেই তার সমাধানের জন্য এই মহৎ উদ্যোগ নিয়েছি। আটিজম শিশুদের জন্য পরিচালিত এ স্কুলটিতে প্রতিটি বাচ্চার সব সময় বিশেষ যত্ন নেওয়া হয়। আমরা চাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ সব শিশুদের পাশে এগিয়ে আসুক।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২৩//

Discussion about this post