বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বচক্ষে দেখতে ডেনিস রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় জনপদে হেলিকপ্টারে উড়ে আসছেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ডেনিস রাজকন্যা। এই তিন দিনের একটি দিনই সাতক্ষীরার শ্যামনগরে ব্যস্ত সময় কাটাবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের উপরে পড়ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে তিনি সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রাম পরিদর্শনে আসবেন । যে গ্রামটিতে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার মাঝেমধ্যে খাদ্যের সন্ধানে ঢুকে পড়ে,এলাকার মা-বোনদের সুপেয় পানির জন্য মাইলের পর মাইল হেঁটে সংগ্রহ করতে হয়,বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিনিদ্র রজনী কাটাতে হয়। কুলতলী গ্রাম থেকে সুন্দরবন ভ্রমণেও যাওয়ার ইচ্ছে রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।
ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের সুন্দরবন ভ্রমণটি মূলত তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার অধিবাসীদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে সেটি কাছ থেকে দেখতে চান তিনি। জেলা তথ্য অফিস থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে এক দিনের সফরে রাজকুমারী উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ ইকোপার্কে যাবেন। রাজকুমারী ম্যারিকে স্বাগত জানাতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সফরসূচি অনুযায়ী, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ঐ দিন সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে করে তিনি শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন কুলতলী গ্রামে যাবেন। ১৫ থেকে ২০ মিনিট উপকূলীয় ওই জনপদে হাঁটবেন এবং গ্রামের নর নারীদের সঙ্গে কথা বলবেন ।জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় সাইক্লোন শেল্টার ও পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ পরিদর্শন করবেন এবং বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।
দুুপুুরে তিনি স্থানীয় বরসা রিসোর্টে মধ্যহ্নভোজ করবেন। এর আগে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বন বিভাগের লোকজনের সঙ্গেও কথা বলবেন। রাজকুমারীর আগমন ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে।এলাকায় বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৫,২০২২//

Discussion about this post