
অটোরিকশা চালক ইছরাইল মন্ডলের সন্তান মোঃ এনামুল হক। সে বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে। ভর্তি পরবর্তী খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের অদম্য মেধাবী এনামুল হকের বাবা জানান, আমার সংসারে জন্ম নেওয়াই যেন ওর অন্যায় হয়ে গিয়েছে। কোন ধনাঢ্য পরিবারের জন্ম নিলে ওর জীবনটা এমন হতো না। টাকার অভাবে আমরা এখন দিশেহারা । তিনি আরো বলেন অটোরিকশা চালিয়ে কিভাবে ওকে বুয়েটে ভর্তি করবো, কিভাবে আমার এই মেধাবী ছেলের খরচ চালাবো বুঝতে পারছি না। তিনি তার এই মেধাবী ছেলের জন্য সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানান।
এ বিষয়ে ২০২১-২০২২ সালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় বুয়েটে ( বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া মোঃ এনামুল হক জানান, অটোরিকশা চালক বাবার পক্ষে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ বহন করা কঠিন। টাকার অভাবে আমার বড় বোনের পড়াশোনা আগেই বন্ধ হয়ে গেছে। ছোট ভাই দশম শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে আমার বুয়েটে ভর্তি এবং ভর্তি পরবর্তী ঢাকাতে থেকে পড়াশোনার খরচ বহন করা বাবার একার পক্ষে অসম্ভব।
আমাদের কথা: অটোরিকশাচালক ইছরাইল হোসেনের অদম্য মেধাবী ছেলের লেখাপড়ার জন্য এগিয়ে আসুন। এনামুলের মোবাইল নম্বর ০১৭৭৬৮০৮৪২২ (বিকাশ নম্বর)। আপনার সহায়তায় একটি মেধা হয়ে উঠতে পারে দেশের সম্পদ।
রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//

Discussion about this post