এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের বাড়িতে উত্তেজিত জনতা হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত তিনতলা বাড়িটিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষুব্ধ জনতা বুলডোজার ব্যবহার করে বাড়িটির একটি অংশ গুঁড়িয়ে দেয়। বাড়িটি দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় ‘ক্ষমতার কেন্দ্রবিন্দু’ হিসেবে পরিচিত ছিল।
এর আগেও একাধিকবার হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে এটি।
২০২৪ সালের আগস্ট মাসে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, ফলে মাহবুবউল আলম হানিফ তার সংসদ সদস্য পদ হারান। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহাবুব উল আলম হানিফের বাড়ি দ্বিতীয় বারের মত বুল-ডোজার দিয়ে ও অগ্নি সংযোগ করে গুড়িয়ে দিলো ছাত্র-জনতা ।
গত ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়নের পর প্রথমবারের মত বৈষম্য বিরোধী ছাত্ররা ও ক্ষুদ্ধ জনতা হানিফের কয়েক কোটি টাকার বাড়িতে ব্যাপক ভাংচুর চালায় । খুলে নিয়ে যায় বাড়ির দামী দামী জিনিষ পত্র । লুট করা হয় বিলাশবহুল আসবাব পত্র।
আজ ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকে ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা আগুন মিছিল নিয়ে এবং বুলডোজার ও ভেকু মেশিন নিয়ে হানিফের বাড়িতে দ্বিতীয় বারের মত হামলা চালায় । ক্ষুদ্ধ জনতা প্রথমে আগুন ধরিয়ে দেয় তারপর বুলডোজার ও ভেকুমেশিন দিয়ে স্থাপনা ভাংচুর করতে থাকে । এ রিপোর্ট করা পর্যন্ত ভাংচুর ও অগ্নসংযোগ অব্যাহত ছিল।
নাম, না প্রকাশ করার সর্তে একজন ছাত্র নেতা বলেন আচ খুনি হাসনার ভাষণ ও আগামী ১৮ তারিখে আওয়ামীলীগ হরতাল ডাকাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন ফ্যাসিষ্টকে এ দেশের আর কোন ক্রমে জায়গা দেয়া হবে না। যারা ফ্যাসিষ্টকে পুনরবাসন করার চেষ্টা করছে তাদেরক্ওে এ ভাবে প্রতিহত করা হবে।
এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন বিক্ষুদ্ধ জনতা হানিফের বাড়িতে আগুন লাগিয়ে ভাংচুর করছিল বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ণতন্ত্র করা হয়েছে । এখন ওখানে কেউ নেই।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রিন্ট করুন
Discussion about this post