সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে। এতে স্থলবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল হতে বুড়িমারী স্থলবন্দরে কার্যক্রম বন্ধ রেখে এই বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা।
জানা গেছে, সঠিক মজুরি নিধারণ, দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের নির্বাচন বন্ধ থাকা, এক যুগ ধরে টন প্রতি চিকিৎসা ভাতার আদায়কৃত অর্থে হিসাব না রাখাসহ ৬ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি পালন করেছে।
বুড়িমারী স্থলবন্দের প্রায় ৩ হাজার শ্রমিক এ বিক্ষোভ মিছিল নিয়ে বুড়িমারী মহা সড়ক অবরোধ করে রাখে।
শ্রমিকরা অভিযোগ তুলেছে, দ্রব্যমূল্যের উর্ধগতি খেতে পারছে না ঠিকমত। শ্রমিক সরদার ও নেতাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে শ্রমিকের স্বার্থ বিরোধী কাজে জড়িত তারা।
শ্রমিকদের কল্যাণে সংগঠনের বিভিন্ন উৎসের টাকার কোন হিসেব নেই। শ্রমিক নেতারা গাড়ি বাড়ির মালিক । শ্রমিক সরদার মারা গেলে তার সন্তান শ্রমিক না হয়েও দায়িত্ব নিচ্ছে। এভাবে সাধারণ শ্রমিকরা আজীবন বঞ্চিত হয়ে থাকছে। এদিকে শ্রমিকদেনর বিক্ষোভে বন্ধ হয়ে পড়েছে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম। পাসপোর্টধারী যাত্রীরা এই ইমেগ্রেশন রুট দিয়ে যাতায়াতে চরম দূর্ভোগে পড়েছে। আজ সারা দিন ট্রাক লোড – আনলোড হয়নি। বিপাকে আমদানি – রফতানি কারক গণ।
শ্রমিকদের একাংশের দাবি আগামী রমজানে আমদানিকৃত ভোগ্যপণ্যের দাম বাড়াতে শ্রমিক আন্দোলনের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ষড়যন্ত্র এটা। জামাত শিবিরের এক নেতা সরকারি দলের নেতা তার কুটচালে এই অচলবস্থা সৃষ্টি হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//