Print Date & Time : 24 August 2025 Sunday 10:26 pm

বুয়েটে চান্স পেলেন আবরার ফাহাদের ছোটভাই

নিজস্ব প্রতিবেদক: বুয়েটে চান্স পেলো বুয়েটের হলে সহপাঠি ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। বৃহস্পতিবার বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন। তার রোল নং ৫৫৩৯৫
বুয়েটে চান্স পাওয়ায় আবরার ফাইয়াজের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনসহ পরিবারের সবাই খুশি।
আবরার ফাইয়াজ বলেন, ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তারপরও পরিবারের সাথে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত নিবো।
এদিকে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন এখনো বুঝে উঠতে পারছেন না কি সিদ্ধান্ত নিবেন? আবরার ফাহাদের স্মৃতি মনে পড়ে হয়তো কেঁপে উঠছে মায়ের বুক।

দৈনিক দেশতথ্য//এল//