Print Date & Time : 8 July 2025 Tuesday 7:55 pm

বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় লাগানো চারা বিনষ্টের অভিযোগ

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে সরকারি ভাবে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় লাগানো চারা বিনষ্টের অভিযোগ উঠেছে।

ইউনিয়নের শ্রী শ্রী গিরি গোবর্ধন ধাম পরিচালনা কমিটির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের নিকট এই অভিযোগ করা হয়।

জানা যায়, উপজেলার আওতাধীন সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান মেখল শ্রী শ্রী গিরি গোবর্ধন ধামে সাপ্তাহিক গীতা শিক্ষাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে। এবার চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপজেলায় দেড় লক্ষ চারা রোপন কর্মসূচি গ্রহন করা হয়। তারাই ধারাবাহিকতায়
উপজেলা গীতা শিক্ষা কমিটিকে জেলা প্রশাসন প্রদত্ত চারা থেকে বেশ কিছু ফলদ ও ঔষধী চারা প্রদান করা হয়।মেখল শ্রী শ্রী গিরিগোবর্ধ মন্দিরপরিচালনা কমিটি গীতা শিক্ষা কমিটির মাধ্যমে প্রাপ্ত চারা মন্দির চত্বরে রোপণ করেন। চারা রোপনের পর কমিটির অজ্ঞাতসারে কে বা কারা চারাগুলো বিনষ্ট করে ফেলে।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রী শ্রী গিরি গোবর্ধন ধাম পরিচালনা কমিটির সভাপতি রনজিত কুমার নাথ শনিবার বিকালে এ প্রতিবেদককে জানান, বিষয়টি স্থানীয় ইউ পি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে চারা বিনষ্টকারীদের আইনের আওতায় আনার জোর দাবীও
জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//