কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুষ্টিয়ার কুমারখালীতে ইসতিস্কার নামাজ পড়েছেন এলাকাবাসী।শুক্রবার বিকেলে শিলাইদাহ ইউনিয়নের রায়পাড়া দক্ষিন পাড়া মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়।
স্থানীয়রা জানান, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। ফসলি মাঠ পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং রোদের উত্তাপে পুড়ছে ফসল। পানির স্তর নীচে নেমে যাওয়ায় টিউবওয়েল গুলো অকেজো হয়ে গেছে।
আল্লাহ পাকের গজব থেকে বাঁচার আকুতিতে বৃষ্টির আশায় সেরকান্দির মডেল টাউন মাঠে দুই রাকাত ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে। তারা আরো জানান প্রায় শতাধিক লোক এই নামজে অংশগ্রহণ করেন।
ইসতিস্কার নামাজে ইমামতি করেন শিলাইদাহ ইউনিয়নের রায়পাড়া গ্রামের জামে মসজিদের মুফতি শাহিন শেখ।
এসময় কুমারখালী উপজেলা যুবলীগের সদস্য তাইফুল ইসলামের সভাপতিত্বে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ এপ্রিল ২০২৪