নিজস্ব প্রতিনিধি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত, তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (১৮-১৯-২০-সেপ্টেম্বর,২০২৫ইংঃ) বৃহস্পতিবার-শুক্রবার ও শনিবার কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাছেমুল উলূম লাল-মুহাম্মদ কওমী মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব নন্দিত উস্তাযুল হুফফাজ হাফেজ ক্বারি শায়েখ আব্দুল হক। প্রশিক্ষণ শেষে বৃহত্তর কুষ্টিয়া জেলার আগত প্রশিক্ষণার্থী মসজিদ ও মাদ্রাসার ইমাম শিক্ষক ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতীগণদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান পেশ করেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আনওয়ারুল করীম যশোরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইব্রাহীম হুসাইন কাছেমী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা মুফতী রেজাউল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর সভাপতি মুফতী মুখতারুজ্জামান। এসময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সেক্রেটারি ও কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা বরকতুল্লাহ আজমীর সঞ্চালনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন,হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাবেক সভাপতি হাফেজ ক্বারী মীর মোহর আলী, বর্তমান সভাপতি হাফেজ মাওলানা জোবায়ের আহমাদ, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। সর্বোপরি সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে প্রশিক্ষণ সমাপ্ত হয়। সমাপনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী শায়েখ আব্দুল হক।