Print Date & Time : 11 July 2025 Friday 10:52 pm

বেক্সিমকোর ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

মঙ্গলবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী, বেক্সিমকো লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৪’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

জা//দেশতথ্য/২৩-০৫-২০২২//১২.১৪ পি এম