Print Date & Time : 11 May 2025 Sunday 10:15 am

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ্যতা কামনায় মির্জাপুরে দোয়া মাহফিল


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং শারীরিক সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির একাংশ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা জননেতা ফিরোজ হায়দার খানের নের্তৃত্বে উপজেলা ক্রীড়া সংস্থা এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার ওদোয়া মাহফিলে মির্জাপুর পৌসভা এবং ১৪ ইউনিয়নের বিএনপি ও এর সহযোগি সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক নেতা জননেতা ফিরোজ হায়দার খান, বিএনপি নেতা কোব্বত আলী মৃধা, হাজী মো. সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, আবু রায়হান ও সেতু হায়দার খান প্রমুখ। ইফতারের পুর্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা কামনা, নিঃশর্ত মুক্তি এবং মির্জাপুর উপজেলা বিএনপির পকেট আহবায়ক কমিটি বাতিলের দাবীতে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় জননেতা ফিরোজ হায়দার খান বলেন, মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর স্ত্রী ফাতেমা সিদ্দিকী এবং তার পরিবারের লোকজনসহ তার অনুসারীদের সদস্য রাখা হয়েছে। আহবায়ক কমিটিতে মির্জাপুর উপজেলা বিএনপির যোগ্য ও ত্যাগী নেতাদের মুল্যায়ন না করে তার ইচ্ছেমত পকেট আহবায়ক কমিটি গঠন করেছেন। এই আহবায়ক কমিটি গঠন হওয়ায় মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আহবায়ক কমিটি বাতিলের দাবীতে ইতিপুর্বে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল হয়েছে। আবুল কালাম আজাদ সিদ্দিকীর পকেট আহবায়ক কমিটি অবিলম্বে বাতিল করে মির্জাপুর উপজেলার ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করে নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট জোর দাবী জানান ফিরোজ হায়দার খান। এ সময় তিনি সরকারের কাছে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দ্রুত বাস্তবায়ন এবং তার শারীরিক সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চান।