নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিনুন নাহারকে ও বিবিসিএফ’র প্রধান উপদেষ্টা, বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম কে স্মারক প্রদান করা হয়েছে। ২ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পক্ষ থেকে খুলনা শিল্পকলা একাডেমিতে বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিনুন নাহারকে শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) প্রদান ও প্রকৃতি রক্ষায় বিশেষ অবদান রাখায় বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা বন সংরক্ষক মোঃ মোল্ল্যা রেজাউল করিম কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন বিবিসিএফ এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, বন সংরক্ষক (খুলনা অঞ্চল) মিহির কুমার দো সহ সারাদেশের ২২ জেলার বিভিন্ন সংগঠনের প্রায় ৭০০ সেচ্ছাসেবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//