Print Date & Time : 22 April 2025 Tuesday 7:39 am

বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ওলি আহাদ শেখ (৩৪) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ডিসেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওলি আহাদ শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার মো. জামাল উদ্দিন শেখের ছেলে। এরআগে বৃহস্পতিবার বিকালে ভারতীয় নাগরিক ওলি আহাদ শেখ অসুস্থ হয়ে পড়লে  মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। 

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক ওলি আহাদ শেখের সাথে সৌদি আরব থাকাকালীন মেহেরপুর জেলার গাংনী উপজেলা গারাবাড়ি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে লিটনের সাথে পরিচয় হয়। এর সূত্র ধরে কয়েকদিন আগে লিটনের বাড়িতে বেড়াতে আসে ওলি। বৃহস্পতিবার বিকালে পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারীতে বেড়াতে আসে ওলি ও তার বন্ধুরা। এক পর্যায়ে ভারতীয় নাগরিক ওলি শেখ অসুস্থ হয়ে পড়লে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, পরে ওলি শেখের মরদেহ মেহেরপুরের গাংনীতে নিয়ে যায়। সেখান থেকে মিরপুর থানা পুলিশ তার  মরদেহ থানায় নিয়ে আসে। বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ ডিসেম্বর ২০২৩