Print Date & Time : 23 April 2025 Wednesday 12:28 am

বেতবাড়ীয়ায় লাঠিখেলা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীর বেতবাড়ীয়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাক ঢোলের বাজনায় উৎসবমুখর পরিবেশে  দর্শকরা এ খেলা উপভোগ করেন।

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  রেজাউল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলা সংস্কৃতি থেকে প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলায় উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, খেলাধুলায় শারীরিক বিকাশ ঘটে, মানসিক শক্তি বৃদ্ধি পায় তোমরা মাদককে না বলো, কারণ মাদক শুধু নিজেকে নয় পরিবারকে ধ্বংস করে। তোমরা আগামী স্মার্ট বাংলাদেশের সৈনিক। তিনি লাঠিখেলা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরিশেষে  তিনি সকলের কাছে দোয়া চান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৭৪ মেহেরপুর ২ গাংনী আসনে নৌকার নমিনেশন প্রত্যাশী হিসেবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউল হক, কাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বানি আমিন, বামুন্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, মটমুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল, ছাত্রলীগ নেতা জয় আহমেদ, আব্দুল আল আসিল প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৯,২০২৩//