বরগুনার বেতাগীতে পৌরশহরে মাছ বাজার এলাকায় ফাইভ স্টার আবাসিক বোডিংয়ে পতিতা এবং খদ্দেরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে পাঁচটায় জেলা গোয়েন্দা পুলিশের আফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অনৈতিক কাজে লিপ্ত থাকায় গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুল (৩৫) ও বুলবুলি (২৫)। পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিন (৪০) কেও গ্রেপ্তার করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জেলা গোয়েন্দা শাখার সুত্রে জানা যায়, ডিবি র ওসি শহিদুল ইসলামের নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অনৌতিক কাজে লিপ্ত থাকায় পতিতা, খদ্দের সহ হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়। হোটেলটি তালাবদ্ধ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,২০২৩//