বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় বাস চাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।
সোমবার (০২ জানুয়ারি) দুপুরে নাভারন সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা ও যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা লাগে।
এ সময় মিঠু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বাগআচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post