বেনাপোল প্রতিনিধি:
সারা বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় ”অর্থনীতির সমৃদ্ধি কাস্টমস এর মূলনীতি” এই শ্লোগান নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাউস বেনাপোলে কাস্টমস দিবস পালিত হয়।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হলো কাস্টমস দিবস-২০২৩।
যশোরের কাস্টমস কমিশনার জবাব মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জনাব এস এম হুমায়ূন কবির প্রেসিডেন্ট কাস্টমস, এক্সাইজ ও আপিলাত ট্রাইবুনাল, ঢাকা।
বিশেষ অতিথি ছিলেন,বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আব্দুল হাকিম, যুগ্ন কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল ও সি এন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি জনাব শামসুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক লতা, সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধুসহ অনুষ্ঠানে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবার অভ্যন্তরীনভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//