Print Date & Time : 23 April 2025 Wednesday 12:03 am

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে কাস্টম হাউজ বেনাপোল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সুচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মিজ ফারজানা আফরোজ।

পরে কাস্টমস ক্লাব বেনাপোল মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ কামরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সন্চালক হিসাবে ছিলেন যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন। বক্তব্য রাখেন, যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম, ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম,প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা।
সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//