Print Date & Time : 22 April 2025 Tuesday 5:33 pm

বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় মায়ের উপর অভিযান করে তন্বী মন্ডল (১৫) নামে এক এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলে মেয়ে। 

বুধবার (৩রা মে) রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল রাতে পড়ার সময় তন্বী মোবাইল ফোন চালাচ্ছিল।পরীক্ষার সময় মোবাইল পরীক্ষায় কি লিখবি। এভাবে মা শ্রীমতি বিলাসী রানী মেয়ে তন্বীকে বকাঝকা করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে মেয়ের উঠতে দেরি দেখে জানালা দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে ফ্যানের সাথে মেয়েকে ঝুলছে। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশিকে ডেকে মেয়ের মৃতদেহ নিচে নামায়।

বেনাপোল পৌর্টথানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রামে তন্বী মন্ডল (১৫) নামে এক এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন কি করনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ০৩,২০২৩//