Print Date & Time : 21 August 2025 Thursday 11:16 pm

বেনাপোলে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

যশোরের বেনাপোলে ১ কেজি ২০০’শ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ সেপ্টেম্বর) সকলে তাকে আটক করা হয়।

 আটককৃত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বাইজিদ বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামের নুর উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি ২০০’শ গ্রাম গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ বাইজিদকে আটক করা করে। আটক আসামীর বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর নামে পুর্বে একাধিক মাদক মামলা রয়েছে। আজ দুপুরে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//