বেনাপোল প্রতিনিধি : ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে বেনাপোল চেকপোস্টে উদ্বোধন হলো “জল খাবার” নামে একটি হোটেল।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে বেনাপোল চেকপোস্টের মিলন সুপার মার্কেটের ২য় তলায় হোটেলটির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন বেনাপোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু ও বেনাপোল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল ওয়াহেদ দুদু।
এ সময় উপস্থিত ছিলেন “জল খাবার” হোটেলের প্রোপ্রাইটর শ্রী শুকুমার দেবনাথ, সাংবাদিক,মশিউর রহমান কাজল,আজিজুল হক, মিলন হোসেন,সেলিমরেজা সহ আর অনেকে।
“জল খাবার” হোটেলের স্বত্বাধিকারী শুকুমার দেবনাথ বলেন, আমরা এখানে সম্পূর্নভাবে নিরামিষ এবং মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post