Print Date & Time : 21 August 2025 Thursday 6:21 am

বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে থানার এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলো, রাকিবুজ্জামান ওরফে দিপু, হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক, আশিক হোসেন ওরফে মোঃ আশিকুর, সৈয়েদুল ইসলাম খোকন, আব্দুল্লাহ, মুশারেফ হোসেন ওরফে ঘেনা ও রাসেল।এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার সাদিপুর, কাগমারী, দিঘীরপাড়, শিকড়ী, দক্ষিন বারপোতা,

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//