মসিয়ার রহমান কাজল,বেনাপোলঃ
বেনাপোলের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮জানুয়ারি) সকাল ১১টার দিকে বিএসএফের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বৈঠকে বিএসএফের ১১ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সেক্টর কমান্ডার শ্রী রাজেশ কুমার। বিজিবির ১০ সদস্যের নেতৃত্ব দেন মামুনুর রশিদ পিএসসি ডেপুটি ডাইরেক্টর জেনারেল সেক্টর কমান্ডার খুলনা।
এর আগে ভারতীয় বিএসএফের প্রতিনিধি দলটি পেট্রাপোল সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা সেক্টরের ডেপুটি ডাইরেক্টর জেনারেল কমান্ডার মামুনুর রশিদ। প্রতিনিধি দলটি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে পৌছালে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিএসএফ প্রতিনিধিরা বিজিবি সদস্যদের এক ঝুড়ি ফল উপহার দেন।
খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, সম্মেলন শেষে বিকালে বিএসএফের প্রতিনিধি দল ভারতে ফিরে যান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//