বেনাপোল চেকপোষ্টে বাংলাদেশী পাসপোর্টধারী এক যাত্রী’র ব্যাগ থেকে ইউএস ডলার সৌদি রিয়াল কানাডিয়ান ডলার ইন্ডিয়ান রুপি বাংলাদেশী টাকা বিদেশী মদ জব্দ করেছে বিজিবি’র তল্লাশী কেন্দ্রের সদস্যরা।
যশোর (৪৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চেকপোষ্ট সংলগ্ন আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আসা একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করা হয়।
এসময় তার ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরবর্তীতে তার লাগেজ তল্লাশী করে ২২,৩০০ ইউএস ডলার, ৫৭,০০০ সৌদি রিয়াল, ১০,০০০ কানাডিয়ান ডলার, ৭২০ ভারতীয় রুপি, ৭,৪৩০/- বাংলাদেশী টাকা, ৮ বোতল বিদেশী মদ, ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য সনপাপড়ী ও বিভিন্ন প্রকার বিস্কুট এর প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় বিদেশী মুদ্রাগুলো থরে থরে সাজিয়ে রেখেছিলেন। আটক ব্যক্তির নাম মোঃ আশিক মিয়া (২৬), পিতা-নুরুল হক মোল্লা, গ্রাম-কলিম উল্যা মাষ্টার কান্দি, ঢংগী কান্দি, ডাকঘর-পালের চর হাট, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর।
জব্দ হওয়া বৈদেশিক মুদ্রা’র সিজার মূল্য ৫১,১৮,০১৬/-(একান্ন লক্ষ আঠার হাজার ষোল টাকা)৷
আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজা/দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৪,২০২২//