বেনাপোল পোর্ট থানার বড়আঁচড় গ্রামে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদ সহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সে পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মোঃ হাদিসের স্ত্রী।
শনিবার (২২ অক্টোবর) ভোরে পৃথক অভিযানে মাদকের চালানটি আটক করা হয়েছে।
পুলিশ জানায়, পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদ সহ পারভিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে এক নারী মাদক বিক্রেতা আটক করা হয়েছে। দুপুরে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২২,২০২২//

Discussion about this post