বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের ভিতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ। কোন হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৮ ই জুুন) ভোর সাড়ে ৪ টার দিকে।
ভবনের মালিক হাবিবুর রহমান সরদার বলেন, লিটন রহমান নামে এক ব্যাক্তি তার মার্কেটের এই ঘরটি ভাড়া নিয়ে নিউ আলিফ নামে ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করে আসছিল। হঠাত আজ ভোর সাড়ে ৪ টার দিকে অফিসের ভিতর বোমা বিস্ফোরিত হলে আতঙ্কের সৃস্টি হয়। চারিদিক থেকে লোকজন ছুটি আসে। বোমার আঘাতে অফিসের সাটার উড়ে গেছে। ফাটল ধরেছে মার্কের দেয়াল। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। বোমার আগুনে অফিসে থাকা সকল ফার্নিচার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ী এসে বোমার আগুন নেভাতে সক্ষম হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভুইয়া বলেন, ভোরের দিকে বেনাপোল ছোট আচড়া মোড়ে নিই আলিফ ট্রান্সপোর্ট অফিসের ভিতরে বোমা বিস্ফোরিত হয়েছে। বোমার আঘাতে ভিতরে থাকা সকল কিছু পুড়ে গেছে। বোমা শক্তিশালী হওয়ায় ফাটল ধরেছে মার্কেটের দেয়াল। বোমা অফিসের ভিতরেই রাখা ছিল। প্রচান্ড গরমে সেটা বিস্ফোরিত হয়েছে বলে তিনি ধারনা করছেন। তবে এ সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রান্সপোর্টর মালিক লিটন রহমানকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post