বেনাপোলপোর্ট থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৩ জন আসামি গ্রেফতার হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
জা//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৮, ২০২২//