মসিয়ার রহমান কাজল, বেনাপোল : বেনাপোল বাজারে অভিযান চালিয়ে চার বস্তায় ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউ ডারের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এসব ভায়াগ্রা পাউডারের আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
গতকাল শুক্রবার (১৬ মে)বেনাপোল বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পাকারাস্তার উপর পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়,চোরাকারবারিরা ভ্যান যোগে ভায়াগ্রা পাউডারের চালান নিয়ে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পাকা রাস্তার ওপর আসে।এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায়।পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলি জব্দ করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post