ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ অনিক কুমার বিশ্বাস নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার ওজন ১ কেজি ১৬৫ গ্রাম।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে বেনাপোলের রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খানের বিক্রমপুর এলাকার মৃত বিমলেনদু বিশ্বাসের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ঢাকা-বেনাপোল গামী ট্রেনে বিপুল পরিমাণ স্বর্ণ বেনাপোল দিয়ে পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা উক্ত ট্রেনে অভিযান চালিয়ে পাচারকারী অনিককে আটক করা হয়।পরে তার জুতার মধ্যে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের মূল্য ৯০ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
এবি//দৈনিকদেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//

Discussion about this post