Print Date & Time : 1 July 2025 Tuesday 10:52 pm

বেনাপোলে স্বর্ণ সহ পাচারকারী আটক

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে সাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের দৌলতপুর-পুটখালি সড়কের সীমান্ত এলাকা থেকে স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর ভায়া পুটখালি সড়ক দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা নিয়ে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন একজনকে একটি বাইসাইকেলসহ গতি রোধ করা হয়।

এসময় তার স্বীকারোক্তিতে ওই বাইসাইকেলে তল্লাশি করে সিটের মধ্যে সেট করা অবস্থায় ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়।  যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।

আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বা// দৈনিক দেশতথ্য// ১৯ নভেম্বর//