Print Date & Time : 10 May 2025 Saturday 2:15 pm

বেনাপোল চেকপোস্টে ডলারসহ দুই যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে বিপুল পরিমাণ ডলারসহ দুইজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়েছে।
এ সময় ওই যাত্রীদের লাগেজ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় এক কোটি ৮০ লাখ টাকা।

আটকরা হলো-মুনসিগঞজ জেলার কমলঘাট এলাকার শাহ আলমের ছেলে সাগর হোসেন (৪০) এবং একই জেলার পাচঁগাও গ্রামের টঙ্গিবাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে জসিম ঢালী (৩৫)।

শুল্ক গোয়েন্দারা জানায়, শুক্রবার সন্ধ্যায় তারা গোপন সংবাদে জানতে পারেন, দুইজন পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে কাস্টমস এলাকা পার হয়ে বাংলাদেশে আসছে। এ সময় যাত্রী জসিম ও সাগর কাস্টমসের তল্লাশি চৌকিতে আসলে তাদের লাগেজ শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশি করে। এ সময় জসিম ও সাগরের কাছে থাকা লাগেজের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, ডলার সহ আইনী প্রক্রিয়ায় তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//